International Volunteers Day Awards 2022

ভলান্টিয়ারিজমের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় মো সাঈদ আল সাবাকে  সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে ভিএসও বাংলাদেশ এবং ভলান্টিয়ার অপারচুনিটিস এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশের ৬৪টি জেলার ‌স্বেচ্ছাসেবকদের নিয়ে সেমিনারের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসাইন,ব্রিটিশ কাউন্সিলের প্রোগ্রামস বাংলাদেশের ডিরেক্টর ডেভিড নক্স, বাংলাদেশ নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের শিক্ষা উপদেষ্টা মোহাম্মাদ গোলাম কিবরিয়া,ইউএসআইডি বাংলাদেশের প্রোগ্রাম ডেভেলপমেন্ট স্পেশালিস্ট শাহীন সিরাজ,সিসেম বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মাদ শাহ আলম,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবা নাসরীন সহ দেশ বরেণ্য সমাজকর্মী, উন্নয়নকর্মী, তরুণ নেতৃত্ব, দেশসেরা স্বেচ্ছাসেবী সহ আরও গণ্যমান্য বিভিন্ন ব্যক্তিবর্গ।




 

Comments