যেভাবে ফ্রিতে অনলাইনে জিডি করবেন,মোবাইল বা যেকোন কিছু হারিয়ে গেলে

আপনাদের কোন কিছু হারিয়ে গেলে অথবা কিছু প্রয়োজনীয় জিনিস খুঁজে পেলে আমরা থানায় গিয়ে জিডি করতে অনেক সময় ও সমস্যার দেখা দেয়।
তাই অনলাইনে এই সেবা চালু করেছে বাংলাদেশ পুলিশ।

শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করুন

   ♥ মাত্র তিন ধাপে সম্পন্ন হবে ডিজিটাল জিডি
 













♥   লগইন করে জেনে নিন জিডির সর্বশেষ অবস্থা
  














♥  অনলাইনে জিডি কপি ডাউনলোড করুন



জিডি আবেদনের নিয়মাবলী

 প্রথম ধাপ
আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর ,মোবাইল নম্বর ও জন্ম তারিখ লিখে সাবমিট করুন
 আপনার পরিচয় নিশ্চিত করার জন্য এসএমএস এর মাধ্যমে একটি কোড আপনার দেওয়া মোবাইল নম্বরে পাঠানো হবে ।
 ঐ কোডটি আপনি পরবর্তীতে পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করতে পারবেন এবং আপনার মোবাইল নম্বরটিই হবে আপনার ইউজার নেইম।


 দ্বিতীয় ধাপ
 নিজের জন্য নাকি অন্যের পক্ষে জিডি করবেন সেটি নির্বাচন করুন ।
 জিডির ধরন এবং আপনি কি হারিয়েছেন অথবা খুঁজে পেয়েছেন তা নির্বাচন করুন
 কোন জেলার কোন থানায় জিডি করতে চান তা নির্বাচন করুন,ঘটনার সময় ও স্থান লিখে "পরবর্তী ধাপ" বাটনে ক্লিক করুন
তৃতীয় ধাপ
 আপনার বর্তমান ঠিকানা এবং ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত বর্ণনা লিখুন
 জিডি সম্পর্কিত কোন ডকুমেন্ট থাকলে সেগুলো সংযুক্ত করুন।আপনার ইমেইল এড্রেস লিখুন। "সাবমিট " বাটনে ক্লিক করে জমা দিন
 আবেদন সম্পন্ন হলে লগইন করে আপনি আপনার জিডির সর্বশেষ অবস্থা জানতে পারবেন।


       অফিসিয়াল লিংকটি
http://gd.police.gov.bd/index?fbclid=IwAR0pe7owyexJBf8KWb3v_r6-47ME-AbV09Ks6KWzyUfYrwet7qH6NdU_bAk

Comments