সৌদিতে করোনায় বাংলাদেশীর মৃত্যু

সৌদি প্রবাসী মোঃ  নিজাম উদ্দিন ১১মে বিকাল ৫টায় মক্কা আলহেরা হসপিটালে মৃত্যু বরণ করেন।
তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বড়হাতিয়া আমতলীতে।
তার ভাতিজার মাধ্যমে জানা যায় তার মৃত্যুর খবর।
মরহুম নিজামের ফেসবুক আইডি তে ছিল তিনি একজন ব্যবসায়ী ছিলেন।

Comments