ওষুধ-অর্থনীতি নিয়ে কাজ করে যুক্তরাষ্ট্রভিত্তিক এমন প্রতিষ্ঠান ICER বলছে, রেমডিসিভির ইনজেকশনের ১০-দিনের কোর্সের ক্ষেত্রে ইনজেকশনটির খরচ পড়বে ৯.৩২ ডলার, আর ৫-দিনের কোর্সে ৫ ডলার।
গড়ে প্রতিটির মূল্য হচ্ছে ১ডলার।(সূত্র: https://bit.ly/3bfr4DX)
গড়ে প্রতিটির মূল্য হচ্ছে ১ডলার।(সূত্র: https://bit.ly/3bfr4DX)
বাংলাদেশে ইনজেকশনটির অন্যতম প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো বলছে, একেকটি ইনজেকশনের দাম পড়বে ৫৯ থেকে ৭১ ডলার [৫০০০ থেকে ৬০০০ টাকা], অর্থাৎ ১০ টি ইনজেকশন নিতে গেলে খরচ পড়বে ৫৯০ থেকে ৭১০ ডলার। (সূত্র: https://reut.rs/2WKNzLI)
আমেরিকা যে ওষুধ ১ ডলারে বিক্রি করতে পারে, বাংলাদেশে সে ওষুধের দাম ৭১ ডলার.
https://www.bbc.com/bengali/news-52572322
https://www.bbc.com/bengali/news-52572322
Comments
Post a Comment