করোনা বিষয়ে ফ্রি তে কোর্স করে সার্টিফিকেট নিন

মহামারী করোনা রোগ সম্পর্কে ধারনা পেতে এই কোর্স করা সবার জন্য ভালো।
তো শুরু করা যাক কি করনীয় ঃ
প্রথমে http://muktopaath.gov.bd/
যেতে এটা আমাদের সরকারী ওয়েবসাইট যেখানে অনলাইনে বিভিন্ন কোর্স করা হয়।
ওয়েবসাইটে গিয়ে নিচের মত  দেখতে পাবেন






এখানে (রেজিস্ট্রেশন) এ প্রথমে ক্লিক করলে নিচের মত পেজ আসবে

এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন।

তারপর লগইন করতে হবে নিচের মত এলে
লগিন করলে নিচের মত পেজ পাবেন
তারপর প্রোফাইল ১০০% করতে হবে সকল তথ্য দিয়ে।

তারপর হোম পেজে গেলে নিচের মত আসবে
তারপর আপনি নিচের মত কোর্সগুলা দেখতে পাবেন

উপরের কোর্স ব্ল্যাক এর এটি করে পরীক্ষা দিয়ে আপনি পাশ করলে সার্টিফিকেট পাবার জন্য  নির্বাচিত হবেন,তখন প্রোফাইলে গিয়ে

সার্টিফিকেট এর এখানে ক্লিক করে নিচের মত পেজ আসলে
 এখানে সার্টিফিকেট পেয়ে যাবেন
যেটা ডাউনলোড করে নিতে পারবেন।
এছাড়া সার্টিফিকেট কোড নিয়ে মুক্তপাঠের অফিস  থেকে মেইন সার্টিফিকেট নিতে পারবেন। 


এছাড়া আরও বিভিন্ন কোর্সগুলা করতে পারবেন,


উপরোক্ত ধাপ গুলা ফলো করতে পারলেই পেয়ে যাবেন আপনার সার্টিফিকেট।
যা দিয়ে আপনার অনেকে কাজে প্রয়োজন হবে।
(বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট করুন)

পরের বারে WHO এর ইন্টারন্যাশনাল  কোর্সগুলার ধাপ লিখার চেস্টা করবো।

Comments