যাদের সাথে সম্পর্ক রাখা উচিত নয়.........

-যে বন্ধু রোদ উঠলে ছাতা ধার দেয় আর বৃষ্টি শুরু হলেই ছাতা নিয়ে নেয়, সে কখনো প্রকৃত বন্ধু হতে পারে না।। -যে বন্ধু আপনাকে কথা দিয়ে কথা রাখতে পারেনি। কথা রাখতে না পারায় তারমধ্যে কোনো অনুশোচনাবোধও নেই। -যে বন্ধু কারনে অকারনে অন্যের সাথে মিথ্যে বলে। যে কোনও সময় আপনার সাথেও সে মিথ্যে বলতে পারে। -যে বন্ধু নিরীহ কাউকে আঘাত করে, অশ্রাব্য ভাষায় গালি দেয় কিংবা অবলা জীবজন্তুকে হত্যা/ মারধর করে পৈশাচিক আনন্দ উপভোগ করে। স্বার্থে আঘাত হলে অথবা আত্মচাহিদা মেটাতে না পারলে এই জাতীয় বন্ধুরা যেকোনও সময় আপনাকেও আঘাত করতে পারে ! -যে বন্ধু মন্দ কাজের সাথে জড়িত এবং আপনাকেও মন্দ কাজে উৎসাহিত করে। যেমন নেশা, চুরি, একাধিক প্রেম, পরীক্ষায় নকলবাজি ইত্যাদি। অথবা যে বন্ধুর পরামর্শে আপনি বারবার ক্ষতিগ্রস্থ হচ্ছেন, এরা কখনোই বন্ধু হতে পারেনা। এরা আপনার প্রকৃত শত্রু। -যে বন্ধু বিপদের দিনে যোগাযোগ বন্ধ করে দেয়। বিপদ কেটে গেলে আবার কাছে ঘেঁষতে থাকে। এরা হচ্ছে সুসময়ের বন্ধু। সুসময়ের বন্ধুরা কখনো প্রকৃত বন্ধু হতে পারেনা। -যে বন্ধু অন্যের ব্যক্তিগত কথা কিংবা গোপনীয় নানান বিষয় আপনার সাথে বেশ আগ্রহ সহকারে আলাপ করে। কেউ হয়তো তাকে বিশ্বাস করে কিছু কথা বলেছিলো। সে এসে আপনাকে সব জানিয়ে দেয় এবং সেটা নিয়ে হাসি ঠাট্টা করে। যে সব বন্ধুরা অন্যের গোপনীয় কথা আপনার সাথে আলোচনা করে, তারা আপনার গোপনীয় বিষয়ও অন্যের কাছে গিয়ে বলে দেয়ার সম্ভাবনাই বেশি। তাই এ ধরণের বন্ধুদের কে বিশ্বাস করা ঠিক না।

Comments